হোয়াটসঅ্যাপে ব্যাংকিং সেবা দেবে বেসিক ব্যাংক

১৩ এপ্রিল, ২০২১ ১৮:৪০  

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবার সুবিধা চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড।

১২ এপ্রিল, সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভা শেষে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম।

জানা গেছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংককই সর্বপ্রথম এই সেবা চালু করলো। এই সেবার আওতায় বেসিক ব্যাংকের গ্রাহকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা গ্রহন করতে পারছেন।

সভায় জানানো হয়, ব্যাংকের গ্রাহকরা মোবাইলে +৮৮০১৭১৩২৫৭৪১৪ নম্বরটি যুক্ত করে হোয়াটসঅ্যাপে বার্তা প্রেরণ করে পৃথিবীর যেকোন স্থান থেকে চব্বিশ ঘন্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এখন এর মাধ্যমে হিসাবের স্থিতি ও সর্বশেষ ০৫ (পাঁচ) টি লেনদেনের তথ্য জানা যাবে এবং ভবিষ্যতে আরো নিত্যনতুন সেবা যোগ হতে থাকবে।